অনলাইন ডেস্ক :
রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক পথচারী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।
অপর অজ্ঞাতনামা নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানা গেছে।
সে সময় দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন ছুরিকাহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
শুক্রবার বিকালে বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে আধা কিলোমিটারের কম দূরত্বে গোলাপ শাহর মাজারের কাছে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি বলেন, “আওয়ামী লীগের সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী, আহত চারজন হলেন- মো. আরিফুল (১৮), জোবায়ের (১৮), রনি (৩২) ও মোবাশ্বের (২৮)।
যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

আরও পড়ুন
আইটি ব্যবসার আড়ালে অনলাইনে সিসা কারবার, ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার ২
হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে: প্রসিকিউটর তামিম
ডেঙ্গুতে শিশুসহ ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন