জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সুষ্ঠু ব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, যৌতুক নিরোধ বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার (৩১ আগস্ট) রবীন্দ্র কাচারি বাড়ি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিয়াকত সালমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রতিটি মানুষের একটি প্রতিশ্রুতি থাকা উচিত যে, আমরা জন্মের সময় যে পরিবার বা সমাজ পেয়েছিলাম মৃত্যুর সময় তার চেয়ে ভালো পরিবার রেখে যাওয়া।
বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) লিয়াকত সালমান প্রমুখ। উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা, উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী