হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুইজন বহির্গমণ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
আটক যাত্রীরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার জুয়েল(৩৬) এবং কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী(৪৬)।
বাংলাদেশি মুদ্রার এক কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিল তারা। বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, শুক্রবার ৫ টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন।এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এসময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লক্ষ টাকার সমমূল্যের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।
জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে এসব মুদ্রা পাচারই তাদের উদ্দেশ্য ছিলো। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশ্য এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে।
—ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম