January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 17th, 2023, 7:19 pm

শাহীনের অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন আফ্রিদি

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের ক্রিকেটে স্বজনপ্রীতির কথা প্রায় শোনা যায়। শাহীন শাহ আফ্রিদি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর গুঞ্জন, পেছন থেকে কলকাঠি নেড়েছেন তার শ্বশুর শহীদ আফ্রিদি। সাবেক অধিনায়ক জোরালোভাবে এই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন। কদিন আগে তিন ফরম্যাট থেকে বাবর আজম অধিনায়ক হিসেবে পদত্যাগ করেন। শান মাসুদকে টেস্ট ও শাহীনকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের অপ্রত্যাশিত বিদায়ের পর থেকে মিডিয়ার গুঞ্জন, বাবর ও শাহীনের মধ্যে রেষারেষি চলছে। দুইয়ে দুই মিলিয়ে সবশেষ দাবি উঠেছে, বাবরকে সরিয়ে শাহীনকে অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছেন আফ্রিদি।

তবে এক টিভি সাক্ষাৎকারে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, শাহীনকে অধিনায়ক হিসেবেই দেখতে চাননি তিনি। আফ্রিদি বললেন, ‘শাহীনের অধিনায়ক হওয়ার বিষয়টি পুরোপুরি মোহাম্মদ হাফিজ ও পিসিবি চেয়ারম্যানের সিদ্ধান্ত। আমি কোনোভাবে এটার সঙ্গে নেই। আমি শাহীনের অধিনায়কত্বের জন্য কখনও লবিং করিনি। এমনকি আমি সবসময় শাহীনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে চেয়েছি।’ বাবরের পদত্যাগের পেছনেও হাত রয়েছে, এই গুজবে আফ্রিদির জবাব, ‘বাবর আজমের পদত্যাগেও আমি কোনো ভূমিকা রাখিনি। আমি পিসিবি চেয়ারম্যানকে বলেছিলাম, অধিনায়কত্ব থেকে বাবরকে তার সরানো উচিত হবে না। আমি চেয়েছিলাম মোহাম্মদ রিজওয়ান হোক সাদা বলের অধিনায়ক, আর বাবর টেস্ট দলের অধিনায়ক থাকুক।’