January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 5th, 2023, 7:55 pm

শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার একটি লাগেজ থেকে ৬৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ৭৩৬ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, সোমবার সকালে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছের যাত্রীবিহীন একটি লাগেজ থেকে ১২টি লম্বা দণ্ড আকৃতির ৭৩৬ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ব্যাগের ভেতর থেকে দরজার কব্জার মাঝখানে স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় চালান জব্দ করা হয়েছে। তবে আমরা কাউকে আটক করতে পারিনি।

তিনি আরও বলেন, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি