অনলাইন ডেস্ক :
শনিবার বেশ কিছু সংখ্যক রিকশাচালক শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনে যোগ দেন।
বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে রিকশাচালকদের।
রিকশাচালক মনতাজার হোসেন বলেন, ‘আমি রংপুর থেকে এসেছি। আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মাটিতে খুনিদের কোনো স্থান নেই।’
আরেক চালক মো. মুন্না বলেন, ‘আমরা বিচার চাই। তারা ছাত্র হত্যা করেছে, এমনকি রিকশাচালককেও হত্যা করেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
‘আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গদিতে’, ‘আমার ভাই শহীদ কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দফা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি’ এসব স্লোগান দিচ্ছেন তারা।
আরও পড়ুন
আ’লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে বিকেল ৩টা থেকে গণজমায়েত
বাংলাভিশন,যমুনা,একাত্তর,মোহনা’র টিভির সম্প্রচার ভারতে বন্ধ
মধ্য রাতে সাবেক মন্ত্রী কায়কোবাদ এর বাড়িতে আওয়ামী লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক