February 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 17th, 2024, 6:56 pm

শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর।

রোববার (১৭ নভেম্বর) পাসপোর্ট অধিদপ্তরের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিরীন শারমিন চৌধুরী পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটির কার্যক্রমও একই পর্যায়ে রয়েছে।

গত ৫ নভেম্বর আত্মগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরীন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই খবর অনুযায়ী, হত্যা মামলার আসামি হয়েও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। এর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন।

পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশকিছু মামলার আসামি এমন অনেক নেতাকেই অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ করা সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।