January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 9:42 pm

শুক্রবার দেড়ঘন্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাটে স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ চলছে। ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়েজিদ লিংক রোড ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

—ইউএনবি