অনলাইন ডেস্ক :
একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পূজা বলেন, নাকফুল একজন নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আশা করি, দর্শকরা নিরাশ হবেন না। গত রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ের সময় তোলা তিনটি ছবি পোস্ত করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ডাবিং, নাকফুল।’ সঙ্গে যুক্ত করেছেন ভিক্টরি সাইনের ইমোজি। প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এই নামেই সিনেমাটি তৈরি করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বাঙালি নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এতে তার সঙ্গী হয়েছেন আদর আজাদ।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত