January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 16th, 2022, 7:54 pm

শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার সানিয়া

অনলাইন ডেস্ক :

সোমবার ভারতের স্বাধীনতা দিবসে সানিয়া মির্জা ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সানিয়া লিখেন, ‘শুভ স্বাধীনতা দিবস, গৌরবের ৭৫ বছর’। কেন সানিয়া ভারতকে শুভেচ্ছা জানালেন, কেন তিনি পাকিস্তানকে ১৪ অগাস্ট শুভেচ্ছা জানাননি- সেজন্য সানিয়াকে ট্রল করেছেন পাক নেটিজেনদের একাংশ। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন সানিয়া। পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা না জানানোয় সানিয়ার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানিরা। সানিয়ার টুইটে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেক পাকিস্তানি। একজন লিখেছেন, ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস নিয়ে পোস্ট কোথায়?’ আরেকজন লিখেছেন, ‘পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন শুভেচ্ছা জানাননি মির্জা জি?’। আরেক পাকিস্তানি নেটিজেন লিখেছেন, ‘তোমার উচিত পাকিস্তানের স্বাধীনতা দিবসে টুইট করা। ’শোয়েব-সানিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১০ সালে। ২০১৮ সালে তাঁদের পুত্র সন্তান ইজহান আসে পৃথিবীতে। সানিয়া-শোয়েবের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয় দুই দেশে। ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ফের আলোচনায় সানিয়া-শোয়েব জুটি।