জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত। দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় ডিজিটাল বাংলাদেশ দিবসের সুফল তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রাম অফিসার শেখ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে দিবসের তাৎপর্য ও প্রগতিশীল প্রযুক্তি, অর্ন্তভুক্তিমূলক উন্নতি প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, এস আই রাজীব সাহা, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হারুন অর রশীদ, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক ও সাংবাদিক হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ বর্তমান সরকার জনসাধারণের জন্যে ডিজিটালের সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত