জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ২কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এর নেতৃত্বে ভূমি উপ-সহকারী (নায়েব) মৃণাল কান্তি সরকার, তৌজী সাইদুল ইসলামসহ ভূমি অফিসের একটি দল ঝিনাইগাতী সদর ইউনিয়নের জড়াকুড়া মৌজার ১.২৯একর, পাইকুড়া মৌজার ০.৬১একর পুকুর শ্রেণীর এবং বাদে চল্লিশ কাহনিয়া মৌজার ০.১০একর সরকারি খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন, বন্দোবস্ত গ্রহণ ব্যতীত খাস জমি কারো দখলে রাখার সুযোগ নেই। অবৈধভাবে খাস জমি দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা আইনত অপরাধ। তিনি এবিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া ক তফসিলভুক্ত জমি নিয়মতান্ত্রিক উপায়ে লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি দখলে রাখা যাবে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী