জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গত মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া ডাকাতিয়া বটতলা এলাকা থেকে সুজা মিয়া (২৫) কে ১৮৯পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজা মিয়া সদর উপজেলার দিঘলদি মোল্লাপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
জানা যায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া ডাকাতিয়া বটতলা অভিযান পরিচালনা করে। এসময় ১৮৯পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজা মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছাপান্ন হাজার সাতশত টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত সুজা মিয়া দীর্ঘদিন থেকে শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি