জেলা প্রতিনিধি, শেরপুর :
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিললো অটো চালকের মরদেহ । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
নিহত অটোচালক মোশারফ হোসেন (৪৩) শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায় মোশারফ বেশিরভাগ সময় রাতে অটো রিকশা চালাতেন। রোববার রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন । এরপর সোমবার দুপুরে তার মোবাইল নম্বর থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি দোকানে মুক্তিপণ দাবি করা হয় । এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে ডোবাতে অজ্ঞাত একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে । পরে স্বজনরা এসে মোশারফ হোসেনের মরদেহ শনাক্ত করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
আরও পড়ুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা
বিএনপি নেতাকর্মীদের নামে ৩২টি মিথ্যা মামলা রাজনৈতিকভাবে নথিভুক্ত না হওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ- সংবাদ সম্মেলন