জেলা প্রতিনিধি , শেরপুর :
শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে সদর থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ।
নিহতরা হলো বৃদ্ধ সামসুল হক ( ৭৮) ও তার স্ত্রী সয়েরা বেগম (৭৫) । তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে ।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে , গতরাতে তারা স্বামী-স্ত্রী স্বাভাবিকভাবে নিজ ঘরে শুয়ে পড়ে । পরে সকালে তাদের মরদেহ দেখতে পাওয়া যায় । গত রাতের যে কোন সময় বৃদ্ধ সামসুল হক তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করেন ।
নিহত সামসুল হকের ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবার মানসিক সমস্যা ছিলো। বাবা-মার মধ্যে পারবারিক কলহ লেগে থাকতো । আমার বাবা মাকে মাঝে মধ্যেই মারধর করতো।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে । মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা নিহতের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।
আরও পড়ুন
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার