Saturday, March 15th, 2025, 12:27 pm

শেরপুরে মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শেরপুর  : শেরপুরে এক  উপজেলা মহিলা  আওয়ামী নেত্রীকে  গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ । ১৪ মার্চ শুক্রবার সকালে ঝিনাইগাতী  উপজেলার তেতুলতলা গ্রামের নিজ  বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়েশা সিদ্দিকা রুপালি ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক এবং  শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ।  আয়েশা সিদ্দিকা রুপালি উপজেলার  তেতুলতলা গ্রামের  আব্দুর রহিম উরফে রহিম পাগলার মেয়ে।
পুলিশসূত্রে  জানা যায় , আয়েশা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে  পুলিশ শুক্রবার ভোরে উপজেলার তেতুলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করে ।
 ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ।