জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্রের ছবি ধারণ ও সরবরাহের অপরাধে দুই শিক্ষককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, মেহেদী হাসান মিলন ও তারেক হোসাইন। তারা উপজেলার সদর ইউনিয়নের থানা রোড এলাকার যিদনী কিন্ডার গার্ডেন এ শিক্ষকতা করেন।
সূত্রমতে জানা যায়, বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ ও সরবরাহের অপরাধে ওই দুই শিক্ষককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান উম্মে কুলছুম জানান, কেন্দ্রের বাহিরে ওই দুই শিক্ষকের মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ ও সরবরাহ করার অপরাধে তাদেরকে ৭দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি