অনলাইন ডেস্ক :
শুরু থেকে অনেক সুযোগ তৈরি করলেও গোলমুখে কার্যকরী হতে পারছিল না মোহামেডানের আক্রমণভাগের কেউ। অবশেষে দ্বিতীয়ার্ধে ডেডলক খুলতে পারে তারা। পাল্টা জবাব দিয়ে ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ জমিয়ে তুললেও আটকাতে পারেনি মোহামেডানকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা আটে খেলা নিশ্চিত করল শিরোপাধারীরা। চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করেছিল সাদা-কালো জার্সিধারীরা। গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত করা আবাহনীরও পয়েন্ট ৬। আগামী ১৩ ফেব্রুয়ারি গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।
সপ্তম মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন মোহামেডানের জাফর। তিন মিনিট পর কর্নারে দূরের পোস্টে থাকা দলটির কোত দি ভোয়ার ফরোয়ার্ড দোসো সিদিকও ঠিকঠাক হেড নিতে পারেননি। অষ্টাদশ মিনিটে ব্রাদার্সের একটি প্রচেষ্টা ক্রসবার কাঁপায়। অবশেষে ৬৬তম মিনিটে গোলের দেখা মেলে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সুলেমানে দিয়াবাতে, ফাঁকায় থাকা সৌরভ দেওয়ান নিখুঁত প্লেসিং শটে গোলটি করেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি ব্রাদার্স। ৬৯তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকে সুজনকে পরাস্ত করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনোভ ওতাবেক। জমে ওঠে ম্যাচ।
দ্বিতীয় জয়ের খোঁজে থাকা মোহামেডান আক্রমণের ধার বাড়ায় শেষ দিকে। ৮৫তম মিনিটে গোলের দেখা পেয়েও যায় তারা। সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন জাফর ইকবাল। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল। এই গ্রুপে ব্রাদার্সের মতো এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি চট্টগ্রাম আবাহনীও। আগামী ১৩ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেরা দুই তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে যাওয়ার সুযোগ তাদের সামনে আছে এখনও।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল