অনলাইন ডেস্ক :
টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের পেসার রায়ান ক্লেইন। তার পিঠের চোটে বিশ্ব মঞ্চে সুযোগ পেলেন নোয়াহ ক্রুশা। আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমোদনের খবর জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে নেদারল্যান্ডসের দারুণ অভিযানের বিশ্বকাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ক্লেইন। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেদিন ৭ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ২৬ বছর বয়সী পেসার।
এরপর ছয় ম্যাচের একটিতেও তাকে আর নামায়নি ডাচরা। এবার এক ম্যাচ বাকি থাকতে পিঠের চোটে শেষ হয়ে গেল তার বিশ্বকাপ। ক্লেইনের জায়গায় সুযোগ পাওয়া ক্রুশা এখন পর্যন্ত খেলেছেন স্রেফ একটি স্বীকৃত ম্যাচ।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ৭ রান করে আউট হয়েছিলেন ২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটসম্যান। আট ম্যাচের ছয়টি হেরে এরইমধ্যে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচ জিতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার সুযোগ আছে ডাচদের সামনে। সেই অভিযানে বেঙ্গালুরুতে রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম