January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 1st, 2021, 7:43 pm

শেষ হলো সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০-০৯-২০২১) ১৯ পদাতিক ডিভিশন এর আওয়াতাধীন টাঙ্গাইল এর বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১১ ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ২৪ ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ রিফাত মিয়া শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১১ ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ নাইম হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি জেনারেল কর্মকর্তা কমান্ডিং (জিওসি), ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঘাটাইল অঞ্চলে কর্মরত ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে শুরু হওয়া ওই ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।