January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 6th, 2023, 8:41 pm

শেহনাজ’র দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’

অনলাইন ডেস্ক :

বলিউডে অভিষেকটা সালমান খানের সিনেমা দিয়ে। সামনে আসছে আরেকটি সিনেমা। কিন্তু বলিউডে এই পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না ‘বিগ বস’ তারকা শেহনাজ গিলের। অনেক চড়াই-উতরাই পেরিয়েই শুরু করেছেন এই নতুন পথচলা। খেতে ভালোবাসেন শেহনাজ। যখন ‘বিগ বস ১৩’ অংশগ্রহণ করেছিলেন এই তারকা তখনকার শেহনাজকে দেখলেই তা অনুমেয়। কিন্তু তার এই ভালোবাসাকেই ত্যাগ করতে হয়েছে অভিনেত্রীকে। বলিউডে কাজ করতেই তার এই ত্যাগ। টিভি নাইনের প্রতিবেদনে শেহনাজের কথায়, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ওজন কমাতেই। তা না হলে পোশাকশিল্পীদের নামী-দামি পোশাকে নিজেকে ফিট করা সম্ভব না।’

ওজন কমিয়ে অনেকের কটাক্ষের মুখেও পরেছিলেন শেহনাজ। তবে এতে তিনি কান দেননি। সেই আগের শরীরেও ফিরে যেতে চান না অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, তাহলে কখনই ওজন কমাতাম না। শরীরে মেদ রয়েছে এমন মেয়ে আমার পছন্দ। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।’ সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এরপর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তার। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।