জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এপিসি প্রজেক্টের সহযোগিতায় লাইট ওয়ে একাডেমি সংলগ্ন তাতিহাটি পশ্চিম শিশু সুরক্ষা কমিউনিটি হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল। এপিসি প্রজেক্টের চাইল্ড রাইটস ফেসিলিটেটর জাকির হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লাইট ওয়ে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় শতাধিক নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২