December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 3:26 pm

শ্রীবরদীতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

‘জীবনের জন্য শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম
খান সিদ্দিকী। স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবাদী ফোরামের উদ্যোগে শ্রীবরদী থানা সমাবেশের আয়োজন করে।

সমাবেশে রাণীশিমুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচশত শিক্ষার্থী মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে লালকার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ
করে। সমাবেশের প্রধান অতিথি শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী শপথ বাক্য পাঠ করান।

সভায় ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ। এর মাধ্যমে অপরিণত বয়সে গর্ভবতী মা ও তাঁর নবজাতক শিশু পুষ্টিহীনতায় ভুগে। এ কারণে শিশু ও মাতৃমৃত্যুর হারও বেশী হয়। অপরদিকে মাদক একটি সামাজিক ব্যাধি। এটি একজন তরুণের জীবন ধ্বংস করে দেয়।

পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা বাড়ে এবং নেশাগ্রস্ত তরুণের পরিবারকে বিপদগ্রস্ত করে তুলে। তাই মাদক ও বাল্যবিবাহ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য তিনি সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
সমাবেশ সঞ্চালনা করেন প্রতিবাদী ফোরামের সভাপতি মনিকা আক্তার। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত
ছিলেন।