জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে রোপা আমন ধানের সময়ে চাষাবাদ (Synchronize Cultivation) এর নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে শস্য কর্তন শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে শস্য কর্তন শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কালাপুর ইউনিয়নের নারী- পুরুষ ইউপি সদস্যসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২