January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 24th, 2023, 4:26 pm

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান (সিআইপি) এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে শহরের সবুজ বাগ এলাকা ও কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের ডিগডিগিয়া বস্তিতে ফকির গ্রুপের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফকির গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক মাহফুজুল ইসলাম, ব্যবস্থাপক (আইটি) রাসেল আহমেদ, রাষ্ট্র সংস্থার আন্দোলন জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ, শ্রীমঙ্গল সদর ইউপি সদস্য (মেম্বার) পিয়াশ দাশ, কালিঘাট ইউপি সদস্য (মেম্বার) আব্দুস সাত্তার প্রমূখ।