শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাইফউদ্দিন ও নাঈম শেখ।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাঈম। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। এ ছাড়া সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই। আছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আরও পড়ুন
বিএসজেসি’র নতুন সভাপতি কামাল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শামীম
শেষ হল ৪ দিন ব্যাপি ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫
ডাকসু নির্বাচন ভোট ৯ সেপ্টেম্বর