January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 1st, 2023, 8:09 pm

সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন: মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বলেছেন, দেশে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি এবং তারাও বিশ্বাস করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃতপক্ষেই সংলাপের প্রয়োজন আছে। আমি তাকে বলেছি, সংলাপ ছাড়া রাজপথে সংকট সমাধান করা যাবে না।’

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

আউয়াল বলেন, ‘একটি বিষয় আমরা স্পষ্ট করেছি যে নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন, যা আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় বলে থাকি। দেশের সংকট রাজনৈতিক। এর সঙ্গে আমার কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই।’

সিইসি বলেন, রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান হলে ইসির জন্য নির্বাচন করা আরও স্বাচ্ছন্দ্য ও সহজ হবে। ‘আমরা আশা করি যে রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অনেক সমস্যা যেকোন মূল্যে সমাধান করা হবে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এই কমিশনের পক্ষ থেকে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসে একসঙ্গে চা খাওয়া উচিত। তারপর তাদের উচিত এই সংকট নিয়ে কথা বলে সমাধানের পথ খুঁজে বের করা।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অক্টোবরে তাদের (মার্কিন) প্রাক-মূল্যায়ন দল বাংলাদেশে আসবে।

আউয়াল আরও বলেন, ‘তারা শুনেছে, এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, তারা ইসির নিবন্ধন পায়নি। যাদের নিবন্ধন করা হয়েছে তারা সেভাবে প্রাণবন্ত নয়। জবাবে আমরা বলেছিলাম যে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আমাদের নিয়মানুযায়ী যে মানদণ্ড পূরণ করতে হবে তা আমরা কঠোরভাবে অনুসরণ করেছি। এ কারণে অনেক দল নিবন্ধন পায়নি।’

—-ইউএনবি