January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 13th, 2021, 5:16 pm

সন্তানের সঙ্গে দেখা করতে ব্যাকুল গৌরী, পাচ্ছেন না অনুমতি

অনলাইন ডেস্ক :

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউডের আলোচিত দম্পতি শাহরুখ ও গৌরী খানের ছেলে আরিয়ান খান। বর্তমানে আর্থার রোডের কারাগারে আছেন আরিয়ান খান। গ্রেপ্তার হওয়ার পর ছেলের সঙ্গে দেখা করতে ব্যকুল হয়ে আছেন গৌরী। কিন্তু কিছুতেই অনুমতি পাচ্ছেন না। একটি সূত্রের বরাত দিয়ে নিউজ১৮ জানিয়েছে, একবারের জন্য হলেও সন্তানের সঙ্গে দেখা করতে চাইছেন গৌরী। ছেলেকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি। কোনোভাবেই তাকে সান্ত¡না দিয়ে রাখা যাচ্ছে না। শত শত অপরাধীর মাঝে তার ছেলেকে কেন আটকে রাখা হয়েছে এবং তাদের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না, বিষয়টি নাকি ভেবে পাচ্ছেন না গৌরী। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, এতে দেখা যায় গাড়ির ভেতরে অঝোরে কাঁদছেন গৌরী। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে ভীষণ ভেঙে পড়েছিলেন এই স্বনামধন্য প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার। এরপর কাঁদতে শুরু করেন। তবে পরবর্তী সময়ে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি গৌরীর নয়। গত ২ অক্টোবর রাতে একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে জেরার পর তাদের গ্রেপ্তার করে এনসিবি। এরপর গত ৭ অক্টোবর আরিয়ানসহ গ্রেপ্তারকৃত অন্যান্যের মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।