Thursday, January 30th, 2025, 8:13 pm

সবচেয়ে দরিদ্র মাদারীপুর এর মানুষ,ধনী নোয়াখালীর

এআই জেনারেটেড প্রতীকী ছবি

 

রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি অডিটরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়।

দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে, মাদারীপুর জেলায় দারিদ্র্য হার ৫৪ দশমিক ৪ শতাংশ। এ জেলার ডাসার উপজেলার দারিদ্র্যের হার সর্বোচ্চ ৬৩ দশমিক ২ শতাংশ।

বিভাগ হিসেবে দারিদ্র্য হার সবচেয়ে বেশি বরিশালে, ২৬ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে, ১৫ দশমিক ২ শতাংশ।

মানচিত্রে দেখা গেছে দেশের গ্রাম এলাকায় দারিদ্র্য কমে দাড়িয়েছে ২০ দশমিক ৩ ভাগে। কিন্তু ২০২২ সালের খানা আয় ব্যয় জরিপের তুলনায় শহরাঞ্চলে দারিদ্র্য হার বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫ ভাগ।