রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি অডিটরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়।
দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে, মাদারীপুর জেলায় দারিদ্র্য হার ৫৪ দশমিক ৪ শতাংশ। এ জেলার ডাসার উপজেলার দারিদ্র্যের হার সর্বোচ্চ ৬৩ দশমিক ২ শতাংশ।
বিভাগ হিসেবে দারিদ্র্য হার সবচেয়ে বেশি বরিশালে, ২৬ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে, ১৫ দশমিক ২ শতাংশ।
মানচিত্রে দেখা গেছে দেশের গ্রাম এলাকায় দারিদ্র্য কমে দাড়িয়েছে ২০ দশমিক ৩ ভাগে। কিন্তু ২০২২ সালের খানা আয় ব্যয় জরিপের তুলনায় শহরাঞ্চলে দারিদ্র্য হার বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫ ভাগ।
আরও পড়ুন
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড
সাইফুজ্জামান চৌধুরীর দুই বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার