January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 4th, 2023, 9:20 pm

সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সব ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সময় নগরীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কখা বলেন।

তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো উপায়ে আপনাকে সাহায্য করতে আমরা সর্বদা প্রস্তুত।

আইজিপি বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং শান্তিতে বসবাস করতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

কোনো ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অবিলম্বে পুলিশকে অবহিত করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

এছাড়া তিনি দ্রুত প্রতিক্রিয়া পেতে জরুরি পরিষেবা ৯৯৯ এ কল করার পরামর্শ দিয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশ সব সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

প্রধানমন্ত্রীর গৃহীত ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণের পর দেশের জনগণের সঙ্গে একযোগে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।

—ইউএনবি