January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 8:37 pm

সরকারি কাজে ইংরেজি নিষিদ্ধ হচ্ছে ইতালিতে

অনলাইন ডেস্ক :

ইতালিতে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে বা সরকারি কোন ক্ষেত্রে ইংরেজি বা অন্য কোনো বিদেশি শব্দ ব্যবহার করা হলে জরিমানার বিধান রেখে নতুন আইন প্রস্তাব করেছে দেশটির সরকার। রোববার (২রা এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে বলা হয়েছে ইতালীয় ভাষার পরিবর্তে বিদেশি শব্দ ব্যবহার করা হলে সর্বোচ্চ ১ লাখ ইউরো (১ লাখ ৮ হাজার ৭০৫ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। এই বিধানসহ একটি নতুন আইন পাস করতে যাচ্ছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। ইতালির সংসদের নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটিসে ফাবিও রামপেল্লি এই আইনের খসড়া উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী মেলোনি এ আইনে সমর্থন জানান। যদিও সমস্ত বিদেশি ভাষার ব্যবহারকেজ উদ্দেশ্য করেই আইনের খসড়া তৈরি করা হয়েছে, তবে এখানে ‘অ্যাংলোম্যানিয়া’ বা ইংরেজি শব্দের ব্যবহারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, ইংরেজি শব্দের ব্যবহার ইতালীয় ভাষার জন্য ‘অপমানজনক এবং ক্ষতিকর’। এই ভাষার ব্যবহার এখন আরও অনুচিত, কারণ যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশ নয়। প্রস্তাবিত বিলটি শিগগিরই সংসদীয় বিতর্কের জন্য উত্থাপন করা হবে। প্রস্তাবিত নতুন আইনে সরকারি ডকুমেন্টেশনের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে। এমনকি, ‘অ্যাক্রোনিম’ বা সংক্ষিপ্ত শব্দ এবং নামের ক্ষেত্রেও ইংরেজি ভাষার ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি জনপ্রশাসনের পদে অধিষ্ঠিত যে কাউকে ‘ইতালীয় ভাষায় লিখিত ও মৌখিকভাবে দক্ষ’ হতে হবে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।