নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে স্থানীয় জনতার হাতে আটক করা হয়েছে।
রবিবার রাতে সীমান্ত এলাকায় তাঁদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা একটি প্রাইভেটকারে করে সীমান্তে পৌঁছান এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকারের চালক সেলিমকে আটক করে।
এর আগে, গত ৬ আগস্ট, শ্যামল দত্ত তার স্ত্রী ও কন্যাসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্বারা ফেরত পাঠানো হয়।
বর্তমানে আটক চারজন পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন
দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা বুলু
বিনিয়োগের নতুন পথ খুলতে চাই – ফয়েজ আহমদ তৈয়্যব
নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম, কামাল আহমেদসহ ৪ জন