January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 7:57 pm

সাইফ গাদ্দাফির প্রেসিডেন্ট পদে লড়তে বাধা নেই

অনলাইন ডেস্ক :

লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা নেই। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন তিনি। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর। আগামী শুক্রবার লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে কয়েক দিন আগে রুল জারি করেছিলেন দেশটির আদালত। গত বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন। পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহরারের টুইটার পেজে টুইট করা হয়, সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লিবিয়ার প্রেসিডেন্ট পদে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট। গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন সাইফ গাদ্দাফি। গত মঙ্গলবার সাইফের সঙ্গে আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।