অনলাইন ডেস্ক:
নেই সাকিব আল হাসান, নেই তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম দুই তারকাকে ছাড়াই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যাত্রা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তামিম ইকবাল নিজেই জানিয়েছিলেন ফিরছেন না, আর গতকাল রাতে চেন্নাই থেকে আসে সাকিবের বোলিং অ্যাকশনের নেগেটিভ রেজাল্ট।
এরপরেই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, সাকিব আল হাসানও থাকছেন না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যে আসরটা দেশের একাধিক সিনিয়ার ক্রিকেটারদের বিদায়ের মঞ্চ বলে বিবেচিত হয়েছিল, তার আগেই সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল। সাকিব আল হাসান যদিও বলেননি তার অবসরের কথা, কিন্তু টেস্ট এবং টি-টুয়েন্টিকে বিদায় বলে ফেলা এই তারকা আবার নিজেকে শুধরে আন্তর্জাতিক অঙ্গনে আসবেন, এমন কল্পনা করাও কষ্টকর।
এই দুজনের না থাকায় বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসলো ২০ বছরের পুরাতন এক সময়। সবশেষ ২০০৪ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশের সব আইসিসি টুর্নামেন্টে ছিল এই দুজনের নাম।
২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাই পর্বে ছিলেন সাকিব। যদিও সেই আসরে মূলপর্বে খেলেনি বাংলাদেশ। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপেও ছিলেন এই অলরাউন্ডার। এরপর ২০০৭ বিশ্বকাপ থেকে আইসিসি টুর্নামেন্টে তামিম-সাকিব জুটির শুরু। এরপর থেকে সব টুর্নামেন্টেই ছিলেন দুজনে। যার ছেদ পড়ে একেবারে ২০২৩ সালে এসে। নানা নাটকীয়তার মাঝে সেবার বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুজনকে পাওয়ার আশা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেটাও হয়নি। গত শুক্রবার ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল।
আর সাকিব আল হাসান নেই তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। যদিও সাকিবের পক্ষে একজন ব্যাটার হিসেবে খেলে যাওয়া সম্ভব ছিল। কিন্তু, টিম কম্বিনেশন বিবেচনায় সাবেক এই নাম্বার ওয়ান অলরাউন্ডারকে ছাড়াই দল ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা পঞ্চপাণ্ডব তত্ত্বের শেষ দুই তারকা এই দুজন। এরইমাঝে টেস্ট ও টি-টুয়েন্টিকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের ঝুলিতেও খুব বেশি সময় বাকি নেই। ২০২৫ সালটা দুজনের শেষ আইসিসি টুর্নামেন্ট হচ্ছে নিশ্চিতভাবেই। তামিম-সাকিব না থাকার পর এবার এই দুজনের শেষবেলার পারফরম্যান্সে থাকবে বাড়তি নজর।
আরও পড়ুন
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত