অনলাইন ডেস্ক :
সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব সাবারই জানা। তাদের তিক্ত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে চলমান বিপিএলে। রংপুর-বরিশাল ম্যাচে তামিমকে আউট করে মুষ্টিবদ্ধ উদযাপন করেন সাকিব। পরে আবার সাকিব আউট হলে ‘ব্যাঙ্গাত্মক উদযাপন’ করেন তামিম। যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের মন কা- নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক।’ এর আগে সাকিব-তামিমের এমন উদযাপন প্রসঙ্গে বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছিলেন, ‘তামিমের উদযাপন সত্যি কথা আমি দেখিনি। একজন আউট হয়েছে, দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে এসব ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদযাপন) দেখিনি। এখন যেহেতু বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল