অনলাইন ডেস্ক :
ফুটবল ম্যাচের অবিচ্ছেদ্য অংশ হলো লাল ও হলুদ কার্ড। তবে পর্তুগালে একটি ম্যাচে রেফারি দেখালেন সাদা কার্ড। উইমেন’স কাপে স্পোর্তিং লিসবন ও বেনফিকার নারী দলের মধ্যকার একটি ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। হলুদ বা লাল কার্ড রেখে কেন সাদা কার্ড রেফারির হাতে? সেটিও জানা গেছে। স্পোর্তিং লিসবন ও বেনফিকার ম্যাচ চলাকালীন বিরতির কিছুক্ষণ আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে পড়েন। তখন দুই দলের মেডিকেল স্টাফরা তার চিকিৎসা করেন। তখন তাদের উদ্দেশে ওই সাদা কার্ড দেখান রেফারি কাতারিনা কাম্পোস। ফেয়ার প্লে-কে স্বীকৃতি দিতে এবং এতে উৎসাহ জোগাতে এমনটি করেছেন রেফারি। বিষয়টি ভালো লেগেছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছেও। তাই তুমুল করতালিতে রেফারিকে জানান অভিনন্দন তারা। রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হলেও পরে তারাও ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আপ্লুত।

আরও পড়ুন
আইএল টি-টোয়েন্টিতে খেলতে দুবাই গেলেন ফিজ
তিন ম্যাচে ৪ কোটি টাকা এনে দিলেন হামজারা
টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের দাপুটে জয়