রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়।
খামারটি রামচন্দ্রপুর খালের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছিল বলে জানতে পেরে এ উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ।
গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় একটি ছাগল বিক্রি করে সবার নজর কেড়ে নেয় সাদিক এগ্রো।
ছাগলবিক্রি নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া লেনদেনের একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ছাগলটি কিনছেন।
এরপরই সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে কথিত বিনিয়োগসহ হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন মতিউর রহমান।
—–ইউএনবি

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড