নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী রংপুরে ফুটবলার সিরাত জাহান স্বপ্নাকে ৪.৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় । বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন, ফুটবল ফেডারেশন, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা,সিটি কর্পোরেশন, জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সংবর্ধণা এবং বৃহত্তর রংপুর বনাম বৃহত্তর দিনাজপুর দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।এছাড়াও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ হতে ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী ও সোহাগী কিসকু প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো: আসিব আহসান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম।
এছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২