নিজস্ব প্রতিবদেক:
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন। সর্বশেষ তাকে ভারতের নয়াদিল্লির একটি গ্রোসারি সুপারশপে দেখা গেছে।
রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। ওই পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।
তবে সম্প্রতি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি দেশেই ছিলেন, দেশেই আছেন। ভবিষ্যতে দেশেই থাকবেন।
আরও পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি বিএনপির বিষয় নয়: মঈন খান
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে জনতার ঢল