সাভারের আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক নিহত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, বিকাল তিনটার দিকে আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার টিন শেড কারখানা আল রহমান নীট ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু,কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী।
পরে তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ খবর দিলে রাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কারখানা কতৃপক্ষের অবহেলার কারণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা এর বিচার চান। এ ঘটনায় কারখানাটির সামনে শত শত মানুষ ভিড় জমান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার