January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 9:07 pm

সারাদেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

অনলাইন ডেস্ক :

সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃস্পতিবার (৩০ জুন) ক্যাম্পাসের প্রধান সড়কে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকার আশুলিয়ায় স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। এসময় সংগঠনের নেতারা দাবি করেন- সারাদেশে শিক্ষকদের শারীরিকসহ বিভিন্নভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় করা হচ্ছে। এদিকে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার জন্য মানববন্ধন থেকে প্রতিবাদ জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম. এম. মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।