অনলাইন ডেস্ক :
রাজধানীতে সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্প থেকে একটি প্রাইভেটকারের ভেতরে দুই যুবকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- সিয়াম ও রাকিব। তারা ওই পাম্পের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নাভানা সিএনজি পাম্প থেকে গাড়ির ভেতরে দুই কর্মচারীর লাশ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি