অনলাইন ডেস্ক :
মাদক মামলায় ১০ দিনের ব্যবধানে তিনজনের মৃত্যুদন্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। সবশেষ গত বুধবার ৫৪ গ্রাম হেরোইন পাচারের দায়ে ৩৯ বছর বয়সী এক নাগরিককে ফাঁসি কার্যকর করা হয়। সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো বৃহস্পতিবার (৩রা আগষ্ট) জানায়, সাজা কার্যকর করা ব্যক্তির নাম মোহামেদ শালেহ আবদুল লতিফ। মালয় জাতিগোষ্ঠীর শালেহ ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। চাঙ্গি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। ব্যুরো বলেছে, জব্দ করা হেরোইন ৬০০ জনের বেশি মাদক সেবনকারীকে সরবরাহ করার জন্য যথেষ্ট।
মোহামেদ শালেহের ফাঁসি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে সারিদেউই বিনতে জামানি নামে ৪৫ বছর বয়সী এবং মোহাম্মদ আজিজ বিন হুসেন নামে ৫৭ বছর বয়সী দুই ব্যক্তিকে মাদক পাচারের দায়ে মৃত্যুদন্ড দেয় সিঙ্গাপুরের আদালত। অপরাধের কঠোর শাস্তি দেওয়ার জন্য পরিচিত সিঙ্গাপুর। কোভিড-১৯ মহামারির কারণে দেশটিতে মৃত্যুদন্ড দুই বছর বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে মাদকের অপরাধে বিদেশিসহ ১৬ জনকে মৃত্যুদন্ড দেয় দেশটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির আইনে যে কেউ ৫০০ গ্রামের বেশি গাঁজা এবং ১৫ গ্রাম হিরোইন পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস