অনলাই্ন ডেস্ক :
অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে দুই মাসের চলমান লকডাউনের মেয়াদ শুক্রবার আরো এক মাস বাড়ানো হয়েছে এবং আংশিক কারফিউ জারি করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরিকন এই ‘কঠিন’ ঘোষণায় বলেন, নগরীর ৫০ লাখ লোককে ঘরে থাকতে বলার সময় এসেছে। দুর্ভাগ্যবশত সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বর পর্যন্ত লক ডাউন বহাল থাকবে।
মহামারির সময় নগরীতে বেশীরভাগ সময় খুব কমই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে, কিন্তু বর্তমানে এখানে দৈনিক ৬শ’ লোক আক্রান্ত হচ্ছে। সেপ্টেম্বরেও লোকদের ঘরে থাকতে হবে এবং রাতে কারফিউ থাকবে দিনে এক ঘন্টার জন্য বাইরে যেতে পারবে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস