January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:16 pm

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম

দগ্ধরা হলেন, মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪)।

ডা. তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ ওই দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইরিনের স্বামী রুবেল বলেন, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীর স্ত্রীও দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করানো হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এতে দুইজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

—–ইউএনবি