অনলাইন ডেস্ক:
কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে তোপ ঝেড়েছেন সমাজবাদী পার্টির সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন। ২০২৫ সালের বাজেট অধিবেশনে ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেন, ‘আপনারা সিনেমা ইন্ডাস্ট্রি খুন করার চেষ্টা করছেন!’
জয়া বচ্চন বলেন, ‘বাজেট থেকে সিনেমা শিল্প একেবারে উপেক্ষিত। একের পর এক সিনেমা হলে তালা পড়ছে। দিনদিন ভয়াবহ হয়ে উঠছে শিল্পটির অবস্থা।’
তিনি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, ‘এরা সিনেমা এবং বিনোদন শিল্প সম্পূর্ণভাবে অবহেলা করছে। অন্য সরকারও একই কাজ করেছে, তবে বর্তমান সরকার এটি আরও অনেক বেশি খারাপ পর্যায়ে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা সিনেমাকে শুধু নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। এর গুরুত্ব বোঝেন না। সিনেমা ইন্ডাস্ট্রি এমন একটি শিল্প যা ভারতকে পৃথিবীজুড়ে সংযুক্ত করে। অথচ আপনি সিনেমা এবং থিয়েটারের অস্তিত্ব বিপদে ফেলছেন।’
জয়া বচ্চন জিএসটি (পণ্য এবং পরিষেবা কর) তুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘এখনো সিনেমার ওপর জিএসটি রয়েছে। এটি ছবি তৈরি এবং প্রদর্শনকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলছে। এটা বাদ দিন। সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হলে যাচ্ছে না। আপনারা এমনটা করবেন না। সদয় থাকুন।’
সরকারের কাছে ভারতের সিনেমা শিল্পের ভবিষ্যৎ বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করেন জয়া বচ্চন। তার এই বক্তব্য সিনেমাপ্রেমীদের প্রশংসা পাচ্ছে।
আরও পড়ুন
বাংলাদেশের রাজনীতিতে এ পর্যন্ত তিনবার ‘সেফ এক্সিট’ ঘটেছে
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে