January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 26th, 2023, 8:27 pm

সিনেমা মুক্তির পাঁচ মাস পর চতুর্থ গান

অনলাইন ডেস্ক :

কোরবানির ঈদে [২৯ জুন] প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ছবিটি দর্শক বেশ পছন্দ করে। বিশেষ করে ছবির গান ‘মেঘের নৌকা’ পায় জনপ্রিয়তা। এই গানের পর আরো দুটি গান ‘হৃদয় দিয়ে’ ও ‘বিধুর ভালোবাসা’ প্রকাশিত হয়েছে। ছবি মুক্তির পাঁচ মাস পর এবার আলাদা করে প্রকাশিত হলো ‘প্রহেলিকা’র চতুর্থ গান ‘আয় বৃষ্টি’।

আসিফ ইকবালের লেখায় সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী, কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।পর্দায় এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শবনম বুবলী। চয়নিকা চৌধুরী বলেন, ‘গানটি আমার খুব প্রিয়। গানের কথা যেমন অসাধারণ, কনার গায়কি ও ইমন চৌধুরীর সংগীত-সব মিলিয়ে দারুণ। লোকেশন, ফটোগ্রাফি, কোরিওগ্রাফি খুব সুন্দর, আর ছবির অর্পা মানে বুবলী কেমন করেছে তা তো দর্শক আগেই বলেছেন।’