December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 9th, 2024, 9:08 pm

সিন্ডিকেট ভাঙতে প্রকৃত জনপ্রতিনিধি দরকার: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বাজারের সিন্ডিকেট ভাঙতে হলে প্রকৃত জনপ্রতিনিধি দরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। ভোট হতে হবে। তিনি বলেন, ডামি নির্বাচন হতে পারবে না। দিনের ভোট রাতে হতে পারবে না। দিনের আলোতে নিরাপদে ভোট দিতে হবে। এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা ও দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। এই সেক্টরে বেশি মানুষ কাজ করছে। নারীদের বিশাল একটা অংশ কৃষির সঙ্গে জড়িত। খালেদা জিয়ার সময়ে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করা হয়েছিল।

তিনি বলেন, বীজ ও সারের সমস্যা আছে, এটি সমাধান করা হবে। কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। ব্যাসিক খাবারগুলো আমাদের এই দেশেই উৎপাদন করতে হবে। কীভাবে কৃষি জমি বাড়াতে পারি এটা চিন্তা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়িয়ে ইনপুট নির্ভরতা কমাতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে শহীদ জিয়ার খাল খননের কর্মসূচি গ্রহণ করবো। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রতিটি পরিবার কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে কৃষকের জন্য কৃষক বিমা চালু করা, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা, সমবায় ভিত্তিক কৃষি চালু করা, জিডিপির আট পার্সেন্ট কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া গুরুতপূর্ণভাবে সমাধান করা হবে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, কৃষক দলের সাধারণ সম্পাদক পদ স্থগিত নেতা শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব, শফিকুর রহমান মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।