January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 4th, 2023, 7:48 pm

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা পৌর শহরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে।

উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান রবিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে পৌঁছালে কাভার্ডভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরের কিছু মালামাল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও বলেন, কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

—-ইউএনবি