সিরাজগঞ্জ সদরে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ধ্বসে জুবায়ের (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় সেখানে কর্মরত আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকার ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে।
নিহত জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্মাণাধীন সেতুর গার্ডারে তিনজন শ্রমিক কাজ করছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনটি গার্ডার ধ্বসে পরে। এ সময় জুবায়ের গার্ডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
—–ইউএনবি

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা
সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকরা বলছেন ‘টাইম উইন্ডো’ পর্যবেক্ষণ চলছে